রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করায় রাত ১২টা ৬মিনিটে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জলকপাট খুলে দেয়া হয়েছে। ফলে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হচ্ছে।
এশিয়ার বৃহত্তম জলধারা কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় সর্বনিম্ন পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে। দেশের একমাত্র এই জল বিদ্যুৎকেন্দ্রটির পাঁচটি ইউনিটে দৈনিক ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে উৎপাদন হচ্ছে কেবল ৪ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট।